চুয়াডাঙা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি এগিয়ে
চুয়াডাঙা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ আওয়ামী ও সমমনা আইনজীবী পরিষদের চেয়ে এগিয়ে রয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ৮টি পদে এবং আওয়ামী ও সমমনা আইনজীবী পরিষদ ৭টি পদে জয় লাভ করেছে।
১৫৯ জন ভোটারের মধ্যে ১৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে তিনটি ভোট বাতিল করা হয়। নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের এমএম শাহজাহান মুকুল ৮০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও সমমনা পরিষদের মো. নুরুল ইসলাম ৭২ ভোট পেয়ে পরাজিত হন।
সহ-সভাপতি মো. শাহ আলম ৮০ ভোট, মো. সিরাজুল ইসলাম ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব মো. মনসুর উদ্দীন মোল্লা ৭৪ ভোট ও খন্দকার মো. নাসির উদ্দীন ৭৫ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সৈয়দ হেদায়েত হোসেন ৯৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও সমমনা পরিষদের মো. রফিকুল আলম রান্টু ৫৭ ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম-সম্পাদক পদে এসএম শরীফ উদ্দিন হাসু ৭৫ ভোট ও খন্দকার অহিদুল ইসলাম মানি ৯২ ভোট পেয়ে জয়লাভ করেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছরোয়ার হোসেন ৬৫ ভোট ও আসাদুজ্জামান আসাদ ৭২ ভোট পেয়ে পরাজিত হন।
সদস্য পদে মো. মনিবুল হাসান পলাশ ৯৩ ভোট, মাসুদুর রহমান রানা ৯১ ভোট, সুজাউদ্দিন ৮৩ ভোট, মাসুদ পারভেজ রাসেল ৮৩ ভোট, আনারুল হক ৮০ ভোট, আবু তালেব বিশ্বাস ৮০ ভোট, মো. জামাল উদ্দিন ৭৭ ভোট, এস এম হুমায়ন কবির ৭৬ ভোট ও রুবিনা পারভীন ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন মো. আব্দুর রশীদ চৌধুরী, সদস্য ছিলেন মো. শহিদুল হক ও হাজী এমএম মনোয়ার হোসেন। সদস্য পদে পরাজিতরা হলেন- মোছা মমতাজ খাতুন, রবিউল হক রবি, মো. মাসুদুর রহমান, হারুনর রশিদ, হুমায়ন কবির, তসলিম উদ্দিন ফিরোজ, সামসুল আরেফিন, মোহা. নাসিম উদ্দিন ও জিল্লুর রহমান।
সালাউদ্দীন কাজল/এসএস/এমএস