যুক্তরাষ্ট্রে ক্লিনিকে গুলি: পুলিশসহ নিহত ৩


প্রকাশিত: ০৪:২১ এএম, ২৮ নভেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় একটি জন্মনিয়ন্ত্রণ ক্লিনিকে গুলি চালিয়ে পুলিশসহ তিনজনকে হত্যা করেছে এক বন্দুকধারী। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯ জন। বন্দুকধারী ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । স্থানীয় সময় শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

কলোরাডো স্প্রিংস শহরের মেয়র জন সুথারস জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও দুইজন বেসামরিক নাগরিক। এ ছাড়া আহত ৯ জনের মধ্যে পাঁচজনই পুলিশ কর্মকর্তা।

গোলাগুলির পর আক্রমণকারী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ক্লিনিকটিতে কয়েক ঘণ্টা গুলি বিনিময়ের পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনার পর ক্লিনিক সংলগ্ন রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়।

ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মনিয়ন্ত্রণের বিরোধিতা থেকে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।