ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৪


প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৭ নভেম্বর ২০১৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে অসদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে ‘এ’ ইউনিটের পরীক্ষার সময় ৩ জন ও বিকালে ‘বি’ ইউনিটের পরীক্ষার সময় ১ জনকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়সহ মোট ২৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে ‘সি’ ইউনিট এবং বিকালে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ৪টি ইউনিটের ১৫টি বিভাগে ৭৮৫টি আসনের জন্য মোট ৪৬ হাজার ৮ শ` ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

atok

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ইলেক্ট্রনিক্স ডিভাইস দিয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জনকে আটক করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বোচ্চ ১ লাখ টাকাসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন বলেন, সবগুলো ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষায় যে কোনো প্রকার জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ টাঙ্গাইল জেলা প্রশাসন কাজ করছে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.mbstu.ac.bd পাওয়া যাবে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।