৮৩ রানের লক্ষ্যে ব্যাট করছে কুমিল্লা


প্রকাশিত: ১০:০২ এএম, ২৭ নভেম্বর ২০১৫

রংপুর রাইডার্সের দেওয়া ৮৩ রানের লক্ষ্যে ব্যাট করছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ১ ওভার শেষে বিনা উইকেটে ৫ রান।

এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ করতে পারেনি রংপুর রাইডার্স। মূলত নুয়ান কুলাসেকেরার বোলিং তোপে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় মিসবাহবাহিনী। বিপিএলে আগে ব্যাট করে এটাই কোন দলের সর্বনিম্ন রান। একমাত্র মো. মিঠুন ছাড়া রংপুরের আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠা ছুঁতে পারেনি।

আগের ম্যাচের ম্যাচসেরা নুয়ান কুলাসেকারা এদিন শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। ৪ ওভার বলে করে মাত্র ১২ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। তরুণ আবু হায়দার রনিও কম যাননি। মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন মূল্যবান ২টি উইকেট। এছাড়া নারাইন এবং জাইদিও দারুণ বোলিং করে ১টি করে উইকেট নেন।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে দুই ওপেনারকে হারায় রংপুর। সৌম্য সরকারকে স্যামুয়েলসের ক্যাচে পরিণত করার পর লেন্ডল সিমন্সকে ইমরুল কায়েসের ক্যাচে পরিণত করেন কুলাসেকেরা।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গড়ে ওঠেনি বড় কোনো জুটি। ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ ২২ রান যোগ করেন পেরেরা এবং মিঠুন। বিদেশি তারকা সিমন্স, মিসবাহ, পেরেরা সবাই দলকে চরমভাবে হতাশ করেন। ফলে আগে ব্যাট করে বিপিএলের সর্বনিম্ন ৮২ রানের রেকর্ড গড়ে অল আউট হয়ে যায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন মো. মিঠুন। ৪২ বল মোকাবেলা করে ২টি চারের সাহায্যে এই রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে পেরেরা এবং সেনানায়েকের ব্যাট থেকে। এই দুই লঙ্কান ৯ রান করে করেন।

আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।