কবি শঙ্খ ঘোষ করোনা আক্রান্ত

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১৫ এপ্রিল ২০২১

ভারতের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুইদিন ধরে সামান্য জ্বর ছিল প্রবীণ এই কবির। পরীক্ষা করানো হলে বুধবার বিকেলে রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ।

শঙ্খ ঘোষের পরিবার জানিয়েছে, আপাতত তার জ্বর নেই। খানিকটা দুর্বলতা রয়েছে। তবে সব মিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন কবি শঙ্খ ঘোষ। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তবে করোনাকালে বাড়িতেই চিকিৎসা চলছিল তার। এর মধ্যেই গত দুইদিন ধরে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়।

তবে হাসপাতালে নয়, এখনো বাড়িতেই তার চিকিৎসা চলবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।