টস হেরে ব্যাট করছে রংপুর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে রংপুর রাইডার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুরের সংগ্রহ ২ ওভার শেষে ২ উইকেটে ১৩ রান।
আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ করার অপরাধে রংপুর রাইডার্সের এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। তার পরিবর্তে দলে ঢুকেছেন মো. আল-আমিন। তবে এদিন অধিনায়কত্ব করছেন মিসবাহ উল হক। ক্যারাবিয়ান ড্যারেন স্যামির পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন এই পাকিস্তানি।
অপরদিকে উইনিং কম্বিনেশন নিয়েই খেলতে নামছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে চার ম্যাচে তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স। অপরদিকে তিন ম্যাচে দুইটি জয় নিয়ে রংপুরের পিছনেই অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
রংপুর রাইডার্স :
সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, সাকলাইন সজীব, সচিত্রা সেনানায়েকে, থিসারা পেরেরা, লেন্ডল সিমন্স, মিসবাহ উল হক ও মোঃ আল-আমিন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স :
মাশরাফি বিন মর্তুজা, ধীমান ঘোষ, ইমরুল কায়েস, শুভাগত হোম, অলক কাপালি, মাহমুদুল হাসান, আবু হায়দার, সুনীল নারাইন, মারলন স্যামুয়েলস, নুয়ান কুলাসেকেরা, আশার জাইদি।
আরটি/এমআর