উত্তরা স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ২৭ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চল এলাকার উত্তরা স্পিনিং মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলটির প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মির্জাপুর ফায়ার স্টেশন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে মিলের সুতা তৈরির একটি ভবনে হঠাৎ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভবনটিতে ছড়িয়ে পড়ে। এতে সুতাসহ মিলটির প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় মিলের তিনটি মেশিন, সুতা ও অন্যান্য সামগ্রীসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতাউর রহমান সুতাসহ কারখানার প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মির্জাপুর ফায়ার সার্ভিসের লোকজন দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।