ডুবে যাওয়া ফেরির ক্যাপ্টেনকে ৩৬ বছরের কারাদণ্ড


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১১ নভেম্বর ২০১৪

দক্ষিণ কোরিয়ায় গত এপ্রিলে ‘সিওল’ নামের ফেরিটি ডুবে ৩০০ জনেরও বেশি নিহতের ঘটনায় ফেরির ক্যাপ্টেনকে ৩৬ বছরের জেল দেওয়া হয়েছে। এ ছাড়া ফেরিটির অপর ১৪ ক্রুকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

ক্যাপ্টেন লি জুন-সিওকের (৬০) বিরুদ্ধে হত্যা ও অবহেলার অভিযোগে মঙ্গলবার তার মৃত্যুদণ্ড দাবি করেন প্রসিকিউটররা। একই মামলায় ফেরিটির প্রধান ইঞ্জিনিয়ার পার্ককে গণহত্যার সঙ্গে জড়িতের অভিযোগে ৩০ বছরের জেল দেওয়া হয়েছে।ফেরিটির বাকি ১৩ ক্রুকে হত্যা ও কাজে অবহেলার অভিযোগে ৫ থেকে ৩০ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

চলতি বছরের ১৬ এপ্রিল ইনচিওন থেকে জেজু দ্বীপে যাওয়ার পথে সমুদ্রের মাঝে ফেরিটি ডুবে যায়। এ সময় ফেরিটিতে মোট ৪৭৬ আরোহী ছিল যাদের বেশিরভাগই স্কুলশিক্ষার্থী। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ২৯৫টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখনও নয়জন নিখোঁজ রয়েছে। এ ছাড়া উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুই ডুবুরি মৃত্যুবরণ করেছেন। - বিবিসি/আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।