বেনাপোলে অবৈধভাবে পারাপারের অভিযোগে আটক ২০


প্রকাশিত: ১০:১৪ পিএম, ২৬ নভেম্বর ২০১৫

অবৈধ পথে ভারতে পারাপারের অভিযোগে যশোরের বেনাপোল পোর্ট থানার বেনাপোল-গাতিপাড়া সড়ক ও পুটখালীর চরের মাঠ এলাকা থেকে বৃহস্পতিবার সকালে শিশুসহ ২০ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী সরদার ও খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ন পুটখালী বিজিবি ক্যাম্পের হাবিলদার সিদ্দিক জানান, ভারত থেকে ফেরার সময় বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে আটক করা হয় শিশুসহ নয়জনকে।

অন্যদিকে, ভারতে যাওয়ার চেষ্টাকালে বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে আটক করা শিশুসহ ১১ জনকে। এদের বাড়ি যশোর, মাগুরা, মানিকগঞ্জ, নড়াইল, মাদারীপুর, শরিয়তপুর ও পিরোজপুরের বিভিন্ন এলাকায়।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।