পুঁজিবাজার উন্নয়নে ডিএসই`র সঙ্গে কাজ করবে ইউএসএ
দেশের পুঁজিবাজারের উন্নয়নে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সিএফএ ইনস্টিটিউট ইউএসএ।
বৃহস্পতিবার ডিএসইতে সিএফএ ইনস্টিটিউট ইউএসএ এর প্রেসিডেন্ট পল স্মিতের নেতৃত্বে ছয় সদস্যের এক প্রতিনিধিদল ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
স্বপন কুমার বালা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ডিএসই’র বর্তমান কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যতে বাংলাদেশের পুঁজিবাজারে ডিএসইতে সিএফএ কোয়ালিফাইডদের প্রয়োজনীয়তা সম্পর্কে তুলে ধরেন।
এসময় পল স্মিত বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে ডিএসই’র সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি প্রতিবছর ডিএসই থেকে কয়েকজনকে সিএফএ ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বৃত্তি প্রদানের আশ্বাস প্রদান করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আরিফ খান, ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা একেএম জিয়াউল হাসান খান, ও প্রধান আর্থিক কর্মকর্তা আবদুল মতিন।
এসআই/একে/পিআর