রেজিস্ট্রিকৃত ইউনিয়ন ধ্বংসের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
শ্রম আইন, আইএলও কনভেনশন, মানবাধিকার সনদ এবং বাংলাদেশের সংবিধানকে অবজ্ঞা করে রেজিস্ট্রিকৃত ইউনিয়ন ধ্বংসের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে রেজিস্ট্রিকৃত ইউনিয়ন ধ্বংসের অপচেষ্টার বিরুদ্ধে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
পাশাপাশি ফ্রেন্ডস স্টাইল ওয়্যার লিমিটেড কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানায় তারা। সমাবেশে বক্তারা বলেন, আমরা প্রতিনিয়ত শুনছি রানা প্লাজা ধ্বংসের পর গার্মেন্টস সেক্টরে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন অধিকার ভোগ করছে এবং ট্রেড ইউনিয়ন গঠন ও চর্চা করতে পারছে। ইউনিয়নটি রেজিস্ট্রেশনের পর থেকে মালিক শ্রমিক সুসম্পর্ক ও গঠনমূলক কাজের জন্য আইএলও ইউনিয়ন প্রতিনিধি এবং ম্যানেজমেন্ট প্রতিনিধিদের প্রশিক্ষণ করিয়েছে এবং সরকারের প্রতিনিধি জার্মানি ভিজিট করেছে।
তারা বলেন, এত কিছুর পরেও গত সপ্তাহে কারখানার মালিক ইউনিয়ন ধ্বংসের দায়িত্ব দিয়ে এক নতুন জিএমকে নিয়োগ দিয়েছেন। গত ২২-২৩ এবং ২৪ নভেম্বর ইউনিয়নের ৬ কর্মকর্তাসহ ৩০ জন সদস্যকে পুলিশ ডেকে এনে জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নিয়ে কারখানা থেকে বের করে দিয়েছে। যা শ্রম আইন, আইএলও কনভেনশন, মানবাধিকার সনদ এবং বাংলাদেশের সংবিধানকে অবজ্ঞা করে।
এ সময় বক্তারা শ্রম আইন, আইএলও ও কনভেনশন, আন্তর্জাতিক মানবাধিকার সনদ এবং বাংলাদেশের সংবিধানকে অবজ্ঞা করে রেজিস্ট্রিকৃত ইউনিয়ন ধ্বংসের অপচেষ্টার বিরুদ্ধে পাশাপাশি ফ্রেন্ডস স্টাইল ওয়্যার লি. এর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এছাড়া অবিলম্বে রেজিস্ট্রিকৃত ইউনিয়ন ধ্বংসের সঙ্গে জড়িত জিএম শিমুল হাসানকে চাকরি থেকে প্রত্যাহার, চাকরিচ্যূত শ্রমিকদের পুনর্বহাল এবং ইউনিয়নের সাংগঠনিক কাজকর্ম স্বাভাবিক রাখার জন্য জোর দাবি জানানো হয়।
ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কবির হোসেন, নুরুন নাহার, রফিকুল ইসলাম, ফ্রেন্ডস স্টাইল ওয়্যারের শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক মোতালেব হোসেন, কার্যনির্বাহী সদস্য ফরহাদ হোসেন রুবেল প্রমুখ।
এএস/এসএইচএস/পিআর