মস্কোয় তুর্কি দূতাবাসে ভাঙচুর


প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৫ নভেম্বর ২০১৫

সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার জঙ্গিবিমান ভূপাতিত করা ও গুলি করে পাইলট হত্যার প্রতিবাদে মস্কোয় তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে শত শত রুশ নাগরিক। বিক্ষোভের সময় ক্ষুব্ধ রুশ নাগরিকরা দূতাবাস লক্ষ্য করে ডিম, পাথর, রং, টমেটো ও কাগজের বিমান ছুঁড়ে মারে।

বহু বিক্ষোভকারী তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা এরদোগানকে ‘খুনি’ বলে অভিহিত করে এবং ‘আমরা ভুলবো না’ ও ‘আমরা মাফ করবো না’ বলে স্লোগান দেয়।

এছাড়া, তুরস্ক গ্যাস ছাড়া থাকবে এবং এরদোগান সন্ত্রাসীদের সহযোগী বলেও তারা স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড বহন করে যাতে লেখা ছিল তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের পক্ষে কি-না।

বোরিস নামে মস্কোর এক অধিবাসী বলেন, তুরস্ক বিশ্বস্ত বন্ধু নয় বরং হচ্ছে খুনি রাষ্ট্র। বিক্ষাভের সময় কয়েকজনকে আটক করেছে রুশ পুলিশ।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।