শেয়ারবাজারে আইটি কোম্পানি বাড়াতে কাজ করছে সরকার
দেশের শেয়ারবাজারে তথ্য ও প্রযুক্তি খাতের আরও নতুন নতুন কোম্পানি তালিকাভুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার বিকেলে ‘ডিএসই ইনফো’ অ্যাপস উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, শেয়ার ব্যবসায়ীদের তথ্যপ্রাপ্তি আরও সহজ করতে চালু করা হয়েছে এই ইনফো। এর মাধ্যমে শেয়ারহোল্ডাররা পুঁজিবাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য পাবেন। ডিএসইর এই ইনফো এর মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের শেয়ারের মূল্য সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে পারবেন। মূল্য বৃদ্ধি ও হ্রাসের তথ্য দেবে এই ইনফো। এই ইনফো থেকে বিশ্বের যে কোনো জায়গা থেকে স্মার্টফোনের মাধ্যমে ডিএসইর তালিকাভুক্ত সব কোম্পানির তথ্য জানা যাবে ।
তিনি বলেন, দেশে আইটি খাতের ৫০টির অধিক কোম্পানি পৃথীবির বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য কাজ করছে। কিন্তু তথ্যপ্রযুক্তি সহায়ক আইন কানুন না থাকায় তাদেরকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা যাচ্ছে না। এসব প্রতিষ্ঠানের অনেকেই পরিশোধিত মূলধন আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এসব কোম্পানিকে ভেঞ্চার ক্যাপিটাল এবং ইক্যুয়িটি সহযোগিতার মধ্যমে শেয়ারবাজারে যুক্ত করতে আমরা চেষ্টা করছি।
পলক বলেন, আইসিটি খাতের ব্যবসা পুঁজির চেয়ে মেধার উপর বেশি নির্ভয়শীল। এজন্য মূলধন কম কিন্তু কোম্পানি হিসেবে ভালো এমন আইটি কোম্পানি শেয়ারবাজারে আনতে সরকার কাজ করছে। শিগগিরই আরও আনেক আইটি কোম্পানি পুঁজিবজিরে আসবে।
ডিএসইর পরিচালক মো. কায়কোবাদের সভাপতিত্তে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, ডিএসইর ব্যাবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা, পরিচালক শাকিল রিজভী, সাবেক সভাপতি রকিবুল ইসলাম, আহসানুল ইসলাম টিটু, সাবেক পরিচালক খুজিস্তা নূর-ই-নাহরিন প্রমুখ।
এসআই/এসকেডি/আরআইপি