ফেসবুক খুলে দিতে উকিল নোটিশ


প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৫ নভেম্বর ২০১৫

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব বরাবর উকিল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী কুমার দেবুল দে। অন্যথায় হাইকোর্টে রিট মামলা দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।  

বুধবার বিকেলে ওই আইনজীবী নিজেই উকিল নোটিশটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পৌঁছে দেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ২৪ ঘণ্টার মধ্যে জনসাধারণের জন্য অবারিত করে দিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব বরাবর উকিল নোটিশ পাঠানো হয়েছে। এই সময়ের মধ্যে তা করা না হলে হাইকোর্টে রিট মামলা করা হবে।

অ্যাডভোকেট কুমার দেবুল দে বলেন, বিকেল ৪টার দিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় নোটিশটি রিসিভ করেছে।

নোটিশে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর প্রশাসনিক আদেশ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করা হয়। কিন্তু সিদ্ধান্তটি তথ্য অধিকার আইন ও সংবিধানের ৩৯ ধারার পরিপন্থী।

প্রসঙ্গত,  সাকা-মুজাহিদের ফাঁসির রায়কে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুকসহ ইন্টারনেটের সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছেন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এফএইচ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।