রাশিয়ার ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৩ এপ্রিল ২০২১

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ করোনায় আক্রান্ত হয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তার হালকা জ্বর থাকলেও তিনি ভালো অনুভবন করছেন বলে জানিয়েছেন।

শনিবার এক টুইট বার্তায় করোনায় আক্রান্তের বিষয়টি নিজেই জানিয়েছেন আলবার্তো ফার্নান্দেজ। তিনি বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো আছে।’

বিজ্ঞাপন

শুক্রবার ৬২ বছর বয়সে পা রেখেছেন প্রেসিডেন্ট আলবার্তো। তিনি চলতি বছরের শুরুতেই রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন গ্রহষ করেন। কিন্তু তারপরেও তিনি করোনায় আক্রান্ত হলেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।