পেরুতে ৭.৬ মাত্রার ভূমিকম্প


প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৫ নভেম্বর ২০১৫

পেরুর পূর্বাঞ্চলে ব্রাজিল সীমান্তের কাছে ৭.৬ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়া দক্ষিণ আমেরিকার আরো কয়েকটি দেশে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানী লিমা থেকে ৬ শ ৮৮ কিলোমিটার পূর্ব-উত্তরে ৬ শ ১ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। প্রথম ভূমিকম্পের পাঁচ মিনিট পর ওই এলাকাতেই একই মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

ভূমিকম্পে কুজকো, তাসনা, পুক্যালপা ও আরেকুইপার পাশাপাশি চিলির উত্তরাঞ্চল, আর্জেন্টিনা ও বলিভিয়া কেঁপে উঠেছে। এ সময় আতংকিত লোকজনকে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসতে দেখা যায়। তবে এ ঘটনায় সুনামির কোনো সম্ভাবনা নেই বলে নৌ-বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।