জম্মু-কাশ্মীরে সেনা শিবিরে হামলা
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পাকিস্তান সীমান্তের কাছে তঙ্গধারে ভারতীয় সেনা শিবিরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালের দিকে ভারী অস্ত্র নিয়ে এ হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ৩-৪ অস্ত্রধারীর একটি দল লাইন অব কন্ট্রোলের কাছের ওই ক্যাম্পে হামলা চালায়। এ সময় অস্ত্রধারীরা গ্রেনেড বিস্ফোরণও ঘটায়। বিস্ফোরণে সেনাবাহিনীর একটি তেলের পাম্পে আগুন ধরে যায়।
হামলার পরে সেনাবাহিনী অভিযান শুরু করেছে। ওই ক্যাম্পটিতে অন্তত ৮০ সেনা সদস্য ছিল। দুই সপ্তাহ আগে কুপওয়ারার মানিগাহ এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে নামে সেনা সদস্যরা। গত সপ্তাহে ওই অঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে সন্তোষ মাহাদিক নামে এক সেনাসদস্য নিহত হয়।
এসআইএস/এমএস