তিউনিসিয়ায় বাসে বোমা হামলায় নিহত ১১


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ২৫ নভেম্বর ২০১৫

তিউনিসিয়ায় রাজধানী তিউনিসে প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের বহনকারী একটি বাসে বোমা হামলায় কমপক্ষে ১১ নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটে।

রয়টার্স ও এএফপির খবরে বলা হয়, তিউনিসে প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষীদের বহনকারী একটি বাসে বোমা হামলা চালানো হয়েছে। এতে ১১ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র মোয়েজ সিনাইয়ে বলেছেন, তিউনিসের মোহামেদ ভি অ্যাভিনিউয়ে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে এ বছরের মার্চ ও জুনে দুই দফায় বন্দুকধারীর গুলিতে ২১ ও ৩৮ জন প্রাণ হারান। ওই দুই হামলার পর থেকে তিউনিসিয়ার পর্যটকদের ভ্রমণ কমে গেছে। আইএস হামলা চালিয়েছিল বলে জঙ্গি গোষ্ঠীটি দাবি করেছিল।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।