আড়াই হাজার বছরের পুরনো ‘তাওরাত’ কিতাবের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৮ মার্চ ২০২১

স্বর্ণের শিলালিপিসহ প্রায় আড়াই হাজার বছর আগের একটি ‘তাওরাত’ কিতাব বা ঐশী গ্রন্থ উদ্ধার করেছে তুরস্কের পুলিশ।

শুক্রবার (২৬ মার্চ) দেশটির উত্তরাঞ্চলীয় সামসুন প্রদেশ থেকে এটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ওই প্রদেশে দুটি সন্দেহভাজন গাড়ি থামিয়ে তাতে তল্লাশি চালায় পুলিশ। এরপর একটি গাড়ি থেকে ‘তাওরাত’র পাণ্ডুলিপিটি উদ্ধার করা হয়। আসমানি এই কিতাব ২০০০ থেকে ২৫০০ বছরের পুরনো।

প্রাচীন এই নিদর্শনটি গাড়ির পেছনে একটি ব্যাগে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ছিল। ব্যাগ তল্লাশি করে হ্যান্ড গ্লাভস পরে পুলিশ স্বর্ণের পাণ্ডুলিপিটি বের করে নিয়ে আসে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এরা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত।

তাওরাত বা তোরাহ হচ্ছে হিব্রু ভাষায় লিখিত ধর্মগ্রন্থ। ইসলাম ধর্মমতে, নবী মুসা (আ.)-এর ওপর সৃষ্টিকর্তার তরফ থেকে অবতীর্ণ আসমানি কিতাব এটি।

নবী মুহাম্মদ (সা.)-এর আগমনের মধ্য দিয়ে ইসলামের আবির্ভাব হলে ‘তাওরাত’ এ ধর্মে রহিত হয়ে যায়। তবে, বর্তমানে ইহুদীদের ধর্মগ্রন্থ এটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেডএইচ/এইচএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।