১০৯ রানের লক্ষ্যে ব্যাট করছে সিলেট
বরিশাল বুলসের দেওয়া ১০৯ রানের লক্ষ্যে ব্যাট করছে সিলেট সুপারস্টারস। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের সংগ্রহ ১ ওভার শেষে বিনা উইকেটে ৩ রান। দিলশান মুনাবেরা ১ আর মুমিনুল হক ১ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে নাজমুল ইসলাম অপুর বোলিং তোপে বড় সংগ্রহ করতে পারেনি বরিশাল বুলস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট সুপারস্টারসের বিপক্ষে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বরিশাল বুলস। ফলে সিলেট সুপারস্টার্সকে ১০৯ রানের টার্গেট লক্ষ্য দিতে পেরেছে বরিশালের দলটি।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বরিশাল। শুরুটা ভালই করে বরিশালের দলটি। ওপেনিং জুটিতে ৩৪ রান করার পর প্রথম সাজঘরমুখী হন রনি তালুকদার। বরিশাল শিবিরে প্রথম আঘাত হানেন শুভাশিস রয়। মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৫ বলে ২০ রান করেন রনি।
পরের ওভারে ফিডেল এডয়ার্ডের বলে বোপারার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আরেক ওপেনার শাহরিয়ার নাফিস। ১১ বলে ১২ রান করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক। দলের তৃতীয় ব্যাটসম্যান হিসাবে আউট হন ব্র্যান্ডেন টেইলর। নাজমুল ইসলাম নিজের বলে নিজে ক্যাচ নিয়ে ফিরিয়েছেন এই জিম্বাবুইয়ানকে।
এরপর দলীয় ৫৩ রানে রান অউটে কাটা পড়ে দলের বিপদ আরও বাড়িয়ে তোলেন মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেট জুটিতে সাব্বির এবং নাদিফ কিছুটা চেষ্টা করলেও অপুর বোলিং ঘূর্ণিতে সে চেষ্টা ব্যর্থ হয়।
১৩তম ওভারে জোড়া আঘাত হেনে বরিশালের বড় রানের স্কোর করার স্বপ্ন ভেঙ্গে দেন নাজমুল ইসলাম অপু। বরিশালের সেরা তারকা সাব্বির রহমানকে ওয়াইজ শাহর ক্যাচে পরিণত করেন অপু। একই ওভারে রবি বোপারার কেচে পরিণত করে ফেরান সেকুজে প্রসন্নকে।
এরপর আগের ম্যাচের সেরা তারকা কেভিন কুপারকে হারিয়ে একশত রানের আগেই গুটিয়ে যাবার আশংকায় পড়ে বরিশাল। কিন্তু শেষদিকে নাদিফ চৌধুরীর দৃঢ়তায় শেষ পর্যন্ত একশত রানের কোটা পার করে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন নাদিফ। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১০৮ করতে সমর্থ হয় দলটি।
বরিশালের পক্ষে ১৮ রানে ৩টি উইকেট নিয়ে সেরা বোলার নাজমুল ইসলাম অপু। এছাড়া বোপারা, শুভাশিস এবং এডয়ার্ড একটি করে উইকেট নেন।
আরটি/এমআর