বিটকয়েন দিয়ে কেনা যাবে টেসলা গাড়ি : ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৪ মার্চ ২০২১

অডিও শুনুন

বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, তাদের গাড়িগুলো এখন থেকে বিটকয়েনের মাধ্যমে কেনা যাব। মাস্ক আরও জানান, এ বছরের শেষ নাগাদ এই সুবিধা যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলোর জন্যও উন্মুক্ত হবে। খবর রয়টার্সের।

বুধবার এক টুইটে ইলন মাস্ক লিখেছেন, ‘আপনি এখন থেকে বিটকয়েন দিয়ে একটি টেসলা কিনতে পারবেন।’

গত মাসে টেসলার পক্ষ থেকে বলা হয়, তারা ১৫০ কোটি ডলার বিটকয়েন কিনেছে এবং শিগগিরই এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে গাড়ির মূল্য পরিশোধ করা যাবে।

ইলন মাস্ক টুইটারের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির পক্ষে প্রচারণা চালাচ্ছেন। গত মাসে তিনি প্রচলিত নগদ অর্থের সমালোচনা করে বলেন, এটির ‘সত্যিকার নেতিবাচক উদ্দেশ্য রয়েছে এবং একজন বোকাই কেবল অন্য কোথাও তাকাবে না।’

বিটকয়েনে টেসলার বিনিয়োগের পর উবার টেকনোলজি ও টুইটারও বিটকয়েনের প্রতি আগ্রহ প্রকাশ করেছে।

উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোসরোশাহি বলেন, তারা বিটকয়েনে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেছেন এবং দ্রতই এই প্রস্তাব বাতিল করে দিয়েছেন। তবে তিনি জানান, ভবিষ্যতে উবারে বিটকয়েনের মাধ্যমে ভাড়া পরিশোধ গ্রহণ করা হতে পারে।

টুইটারের পক্ষ থেকে বলা হয়, বিটকয়েনের ব্যাপারে এখনো তারা সিদ্ধান্ত নেয়নি। এছাড়া আরেক মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মটরস জানিয়েছে, তাদের গাড়ি কেনার সময় বিটকয়েনের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে কিনা তা কোম্পানিটি বিবেচনা করে দেখবে।

এমকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।