যুক্তরাজ্যে ৫ মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু

ফিরোজ আহম্মেদ বিপুল
ফিরোজ আহম্মেদ বিপুল ফিরোজ আহম্মেদ বিপুল
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২২ মার্চ ২০২১

যুক্তরাজ্যে করোনার প্রকোপ কমাতে চলছে লকডাউন, একইসঙ্গে দ্রুত গতিতে চলছে টিকাদান কার্যক্রম। ফলে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে এসেছে, কমেছে মৃত্যুর সংখ্যাও।

গত ৫ মাসের মধ্যে রোববার করোনায় সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড ছিল ৩৩ জন। এর আগে সর্বশেষ গত ৪ অক্টোবর ৩৩ জন মৃত্যুবরণ করেছিল। গত শনিবার মৃত্যুর সংখ্যা ছিল ৯৬ জন, শুক্রবার ছিল ১০১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৫৫ জনে।

এদিকে রোববার নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১২ জন। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৫৮৭ জন, শুক্রবার ছিল ৪ হাজার ৮০২ জন। রোববার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৯৬ হাজার ৫৮৩ জনে।

দেশটিতে দ্রুত গতিতে চলছে টিকাদান কার্যক্রম। গতকাল রোববার একদিনে সাড়ে ৮ লাখের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৭০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২ লাখ ২৮ হাজার ৭৭২ জন।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।