সোমবার লেনদেন কমেছে ডিএসইতে


প্রকাশিত: ১১:৫৬ এএম, ১০ নভেম্বর ২০১৪

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের দিন রোববারের থেকে লেনদেন কমেছে ১৪৭ কোটি ৯৮ লাখ টাকা। মোট ৩০২ টি কোম্পানির ১৫ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৩৫০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৭০৯ কোটি ৭৭ লাখ ১৪ হাজার ৫০৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের ২৩ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৪ দশমিক ৭১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭ দশমিক ৯১ পয়েন্ট কমে ১ হাজার ৮০৭ দশমিক ৪৫ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৯ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই বলছে, লেনদেনকৃত ৩০২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- ওয়েস্টার্ন মেরিন, ডেসকো লিঃ, বরকতউল­াহ ইলেকট্রনিক্স, কেয়া কসমেটিক্স, লাফার্জ সুরমা সিমেন্ট,  সামিট এলায়েন্স, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, শাহাজীবাজার পাওয়ার ও যমুনা অয়েল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইড, ঢাকা ডাইয়িং, অগ্নি সিস্টেম, গোল্ডেন হারভেষ্ট, ১ম আইসিবি, এনভয় টেক্সটাইল, আইসিবি, সোনালি আঁশ ও ফু-ওয়াং ফুড।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ওয়েস্টার্ন মেরিন, প্যারামাউন্ট টেক্সটাইল, অলটেক্স ইন্ডাঃ, সুহৃদ টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, সামিট এলায়েন্স পোর্ট, কেপিপিএল, ইবিএল এনআরবি মি. ফা., আলহাজ্ব টেক্সটাইল ও স্ট্যান্ডার্ড সিরামিকস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।