বাংলাদেশিদের সুখ বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২০ মার্চ ২০২১

অডিও শুনুন

ব্যক্তিগত জীবনে সুখী মানুষের তালিকায় বাংলাদেশের অবস্থান এগিয়ে গেছে। ২০১৮-২০২০ সাল পর্যন্ত বিশ্বের ১৪৯টি দেশে জরিপ চালিয়ে সুখী দেশের তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান আগের তুলনায় অনেকটাই এগিয়েছে।

পর পর চার বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। জাতিসংঘের অর্থায়নে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামের একটি বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ২য় অবস্থানে রয়েছে ডেনমার্ক, ৩য় সুইজারল্যান্ড, ৪র্থ আইসল্যান্ড এবং ৫ম নেদারল্যান্ডস।

এরপরেই রয়েছে, নরওয়ে, সুইডেন, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড এবং অস্ট্রিয়া। ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ১০১। এর আগের জরিপে ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০৭। সে হিসেবে বাংলাদেশ র্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়েছে। এই তালিকায় পাকিস্তান ১০৫ এবং ভারত ১৩৯তম অবস্থানে রয়েছে।

অপরদিকে, ব্যক্তিগত জীবনে মানুষ কতোটা সুখী সেটার গড় মূল্যায়ণেও প্রথম অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। ওই তালিকায় ২য় অবস্থানে রয়েছে আইসল্যান্ড, ৩য় ডেনমার্ক, ৪র্থ সুইজারল্যান্ড এবং ৫ম অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড।

এদিকে, ওই তালিকায় বাংলাদেশ তার প্রাপ্ত স্কোর অনুযায়ী তালিকার ৬৮ নম্বরে স্থান পেয়েছে। যা ২০১৭-২০১৯ সালের স্কোরের চাইতে ৯ ধাপ এগিয়ে এসেছে। সে সময় বাংলাদেশের অবস্থান ছিল ৭৭। অর্থাৎ বলা যায় যে, দেশটিতে ব্যক্তিগত জীবনে সুখী মানুষের সংখ্যা বেড়েছে। এই তালিকায় প্রতিবেশী ভারতের অবস্থান ৯২। দেশটি আগের চেয়ে এক ধাপ এগিয়েছে।

এশিয়ার বেশ কয়েকটি দেশের অবস্থান বিচারে বাংলাদেশসহ বেশ কিছু দেশের অস্থান এগিয়েছে। চীন ৯৪ তম থেকে ৮৪ তম স্থানে উঠে এসেছে। অর্থাৎ ১০ ধাপ এগিয়েছে।

আবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে সুখী দেশ নেপাল। এরপরেই রয়েছে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ার অসুখী দেশ হিসেবে সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান। আর এরপরেই ভারতের অবস্থান। ১৪৯টি দেশের মধ্যে ভারত রয়েছে ১৩৯তম অবস্থানে।

অপরদিকে ১২৯ তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা, সামরিক অভ্যুত্থান ও গণ আন্দোলনের জোয়ারে ভাসা মিয়ানমার রয়েছে তালিকার ১২৬তম অবস্থানে।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।