দেয়াল টপকে সিংহের খাঁচায়, অতঃপর হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৯ মার্চ ২০২১

শুক্রবার (১৯ মার্চ) সকালে কলকাতা চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়েন গৌতম গুছাইত নামে এক ব্যক্তি। সেখানে তাকে ঘাড় ধরে টেনে নিয়ে যায় সিংহ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা ওই ব্যক্তির শরীরের একাধিক স্থানে সিংহ আঁচড়ে দেয়ার পর, চিড়িয়াখানার কর্মীরা তাকে বের করে আনেন। গুরুতর আহত অবস্থায় তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

হাসপাতাল সূত্রে আনন্দবাজার জানিয়েছে, জরুরি বিভাগে তিনি ভর্তি রয়েছেন। তার ডান পা ও ডান কাঁধে আঘাত রয়েছে। কোমরেও চোট রয়েছে। এর আগে চিড়িয়াখানার বাঘের খাঁচায় মালা হাতে ঢুকে পড়েন এক ব্যক্তি। পরে তার মৃত্যু হয়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে একজন ভবঘুরে চিড়িয়াখানায় ঢুকে পড়েন। তাকে একাধিকবার বারণ করা সত্ত্বেও চিড়িয়াখানার বিভিন্ন অংশে তিনি ঘুরে বেড়াতে থাকেন। শেষে এসে পড়েন একেবারে সিংহের খাঁচার সামনে। সেখানে দেয়াল টপকে তিনি সিংহের এনক্লোজারে ঝাঁপ দেন যেখানে সিংহ ছাড়াই থাকে।

তারা আরও জানিয়েছে, কেউ কিছু বোঝার আগেই সিংহটি ওই ব্যক্তিকে থাবা বসিয়ে দেয়। বিষয়টি সিংহের পালকের নজরে পড়লে তিনি কোনোমতে এগিয়ে এসে ওই ব্যক্তিকে বের করে আনেন।

এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।