জম্মু-কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৭


প্রকাশিত: ১০:০৩ এএম, ২৩ নভেম্বর ২০১৫

জম্মু-কাশ্মীরের কাট্রা এলাকায় তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নারী চালকসহ অন্তত সাতজন নিহত হয়েছে। সোমবার আরোহীদের নিয়ে কাট্রা থেকে সানঝিঘাটের বৈষ্ণদেবী মন্দিরে যাওয়ার পথে কপ্টারটি বিধ্বস্ত হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

স্থানীয় কর্মকর্তারা জানান, সোমবার সকালের দিকে হিমালয় হেলি সার্ভিস কোম্পানির ওই হেলিকপ্টারটি কাটরা থেকে ছয় আরোহী নিয়ে যাত্রা শুরু করে। এর কিছুক্ষণের মধ্যে কপ্টারটিতে আগুন ধরে। পরে এটি বিধ্বস্ত হলে সব আরোহীই মারা যায়।

জম্মু থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের ওই দূর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতের শ্রীনগরের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুজন নিহত হয়।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।