সন্ত্রাসবাদ মোকাবেলায় কৌশল নির্ধারণের আহ্বান মোদির


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ২৩ নভেম্বর ২০১৫

সন্ত্রাসকে বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি উল্লেখ করে তা মোকাবেলায় বিশ্ব নেতাদেরকে নতুন সংকল্প ও কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার কুয়ালালামপুরে মালয়েশিয়া এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। খবর এনডিটিভি।

আসিয়ান সম্মেলন উপলক্ষে মালয়েশিয়া সফরে থাকা মোদি সন্ত্রাস ও ধর্মের সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বিশ্ব নেতাদেরকে নতুন সংকল্প ও কৌশল নির্ধারণ করতে হবে।

মোদি বলেন, আমাদের অবশ্যই ধর্ম ও সন্ত্রাসকে আলাদা করতে হবে। মানবতার পক্ষে এবং বিপক্ষে কারা তা এর মাধ্যমে নির্ধারিত হবে। তিনি বলেন, সন্ত্রাস ও সন্ত্রাসীদের কোনো সীমানা নেই। তারা ধর্মকে ব্যবহার করে সব ধর্মের মানুষকে হত্যা করে।

এর আগে সম্মেলনে মোদি বলেন, প্যারিস, তুরস্ক, বৈরুত, মালি এবং রাশিয়ান বিমানে হামলা আমাদের মনে করিয়ে দেয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ আমাদের সমাজ ও বিশ্বে কিভাবে ছড়িয়ে পড়ছে, কিভাবে তার সদস্য বাড়াচ্ছে ও লক্ষ্য নির্ধারণ করছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।