তারেকের বিরুদ্ধে আরও একটি মামলা


প্রকাশিত: ০৯:৫০ এএম, ১০ নভেম্বর ২০১৪
ফাইল ফটো

শেখ মজিবুর রহমানকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার ‍অভিযোগে বিএনপি`র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে শেরপুরে চিফ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে জেলার জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

বাদী পক্ষের  আইনজীবী নুরুল ইসলাম জানান, বাংলাদেশ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটূক্তিসহ বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলে সম্বোধন করে তারেক জিয়া রাষ্ট্রদ্রোহীতার কাজ করেছেন। এছাড়া লন্ডনে বসে তিনি বাংলাদেশ বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন। এ কারণে শেরপুরের জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন বাদী হয়ে দণ্ডবিধির ১২৪ এর (ক) ধারায় তার বিরুদ্ধে মামলা করেন।

শেরপুরের চিফ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত  মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।