বাণী-বচন : ২৩ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:০৯ এএম, ২৩ নভেম্বর ২০১৫

ধৈর্য
ধৈর্যশীল লোকদের জন্যই সুন্দর দিন আসে। – স্যামুয়েল লাভার

বিশ্বাসের প্রধান অংশই হচ্ছে ধৈর্য। – ক্রিস্টিনা রসেটি

সব সমস্যারই প্রতিকার হচ্ছে ধৈর্য। – প্লুটাস

ধৈর্য তিক্ত, কিন্তু তার ফল মধুর। – রুশো

ধৈর্য এবং শিষ্টতা হচ্ছে শক্তি। – লে হান্ট

বচন
আমে ধান
তেঁতুলে বান।
অর্থ :  আম বেশি ফললে ধান বেশি জন্মে। তেঁতুল বেশি ফললে ঝড় বন্যা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।