কাজাখস্তানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত
কাজাখস্তানে একটি অ্যান-২৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার রাজধানী নুর-সুলতান থেকে ছেড়ে যাওয়া বিমানটি আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয়জনের মধ্যে চারজন মারা যান। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, বিমানটি কাজাখস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মালিকানাধীন। এই বাহিনী দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির অংশ।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, চারজন ব্যক্তির মৃত্যু হয়েছে, দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।’
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বিমানটি উলটে গেছে এবং তাতে আগুন জ্বলছে। অনলাইনে পোস্ট করা কিছু ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার স্থান থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে যা কাছের একটি মহাসড়ক থেকে দৃশ্যমান।
এমকে/এমকেএইচ