পৃথিবীতে ফিরলেন ৩ নভোচারী


প্রকাশিত: ০৯:২২ এএম, ১০ নভেম্বর ২০১৪

১শ ৬৫ দিন পর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারী। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) ১শ ৬৫ দিন কাজ করার পর তারা রোববার রাতে রাশিয়ার সয়ুজ নভোযানে চড়ে পৃথিবীতে এসেছেন।

নাসা জানায়, আইএসএস কমান্ডার রাশিয়ার ম্যাক্সিম সুরায়েভ, তার আমেরিকান সহকর্মী রিড ওয়াইজম্যান ও জার্মানির আলেকজান্ডার গার্স্টকে বহনকারী নভোযানটি রোববার স্থানীয় সময় রাত ১০ টা ৫৮ মিনিটে কাজাখস্থানের আরকালাখে এসে পৌঁছায়। এ সময় তিন নভোযাত্রীকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। এরপর চিকিৎসকরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।

সুরায়েভ বলেন, সহযোগিতার মনোভাব নিয়ে সবকিছু করা হয়েছে। তাই আমি মনে করি, আইএসএস ক্রুদের কাছ থেকে সবার শেখা এবং তাদের উদাহরণ অনুসরণ করা উচিত।

তিনি আরও বলেন, আসুন, আমরা একে অপরের সঙ্গে পাশাপাশি বসবাসের চেষ্টা করি। আর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

এই তিন নভোযাত্রী সাত কোটি মাইলেরও বেশি পাড়ি দিয়ে পৃথিবীতে এসেছেন বলে জানিয়েছে নাসা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।