শ্রীপদ যশোনায়েক ভারতের প্রথম যোগমন্ত্রী
ভেজিটারিয়ান (নিরামিষভোজী) মোদির যোগ ব্যায়ামের প্রতি দুর্বলতা রয়েছে অনেক আগ থেকেই। যোগপ্রীতি থেকেই এবার এর জন্য নতুন মন্ত্রণালয় সৃষ্টি করলেন তিনি। ভারতের প্রথম যোগমন্ত্রী হিসেবে রোববার শপথ নিয়েছেন সাবেক পর্যটনমন্ত্রী শ্রীপদ যশোনায়েক। খবর এএফপির।
চলতি বছরের মে মাসে ক্ষমতায় আসার পর থেকেই যোগের প্রচারণা শুরু করে মোদি সরকার। এরই অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আলাদা করে যোগ মন্ত্রণালয় নামে নতুন মন্ত্রণালয় গঠন করা হলো।
আয়ুশ (এএওয়াইইউএসএইচ) নামে নতুন মন্ত্রণালয়টি গঠন করা হয়েছে। এর অধীনে প্রাচীন চিকিৎসা ও ব্যায়াম পদ্ধতি আয়ুর্বেদ, যোগ, ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি রয়েছে।
প্রতিদিন যোগ সাধনা করা মোদি গত সেপ্টেম্বরে জাতিসংঘে দেওয়া বক্তব্যে আন্তর্জাতিক যোগ দিবস পালনের আহ্বান জানান। ওই সফরে যুক্তরাষ্ট্র থাকাকালীন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার নিমন্ত্রণ গ্রহণ করলেও উপবাসরত অবস্থায় থাকায় পানি ছাড়া রাতের খাবার হিসেবে অন্য কিছু খাননি তিনি। ওই সময় তিনি ওবামার সঙ্গে ভারতীয় প্রাচীন প্রথা নিয়েও আলোচনা করেন।