রাশিয়ায় আইএসের ১০ জঙ্গিকে হত্যা


প্রকাশিত: ১২:০৮ পিএম, ২২ নভেম্বর ২০১৫

ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে একাত্মতা প্রকাশকারী ১০ জঙ্গিকে হত্যা করেছে রুশ নিরাপত্তা বাহিনী। রোববার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কাবারদিনো-বালকার রিপাবলিকে চালানো এক বিশেষ অভিযানে ওই জঙ্গিরা নিহত হয়েছে। খবর রয়টার্স।

রাশিয়ার সন্ত্রাস-বিরোধী কমিটির দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের এক প্রতিবেদনে বলা হয়ছে, নালচিকের কাছে একটি বিশেষ অভিযানের চূড়ান্ত মূহুর্তে ১০ জঙ্গিকে হত্যা করা হয়েছে। নিহতরা সবাই সশস্ত্র একটি গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীটি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

সম্প্রতি মিসরের সিনাই উপত্যকায় ২২৪ আরোহীবাহী একটি রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানটি বিধ্বস্তের দাবি করেছে আইএস। সিরিয়ায় আইএসের অবস্থানে রাশিয়ার বিমান হামলার প্রতিশোধ নিতেই বিমানটি বিধ্বস্ত করা হয় বলে জানিয়েছে জঙ্গিগোষ্ঠীটি।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।