ভ্যাকসিন নিয়েছেন মোদির মা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১১ মার্চ ২০২১

করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হিরা বেন। এক টুইট বার্তায় মোদি নিজেই জানিয়েছেন যে, তার মা বৃহস্পতিবার ভ্যাকসিন গ্রহণ করেছেন।

যারা এখন ভ্যাকসিন নেয়ার জন্য উপযুক্ত তাদের সবাইকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এক টুইট বার্তায় মোদি লিখেছেন, ‘এই খবর জানাতে পেরে আমি বেশ আনন্দিত যে, আজ আমার মা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে, আপনাদের চারপাশে যারা ভ্যাকসিন গ্রহণের জন্য উপযুক্ত তাদের ভ্যাকসিন নেয়ার জন্য উৎসাহ দিন।’

তবে ৯৯ বছর বয়সী হিরা বেন করোনাভাইরাসের কোন ভ্যাকসিন গ্রহণ করেছেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। দেশটিতে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার কোভিশিল্ড এই দু’টি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারত সরকার।

jagonews24

প্রধানমন্ত্রী মোদির মা বর্তমানে গুজরাটের গান্ধী নগরের কাছাকাছি রাইসিন গ্রামে তার ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে বসবাস করেন। এর আগে গত ১ মার্চ মোদি নিজেও করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন।

ভারতে প্রথম ধাপে ৬০ বছর বয়সী সব নাগরিককে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হচ্ছে। অপরদিকে দ্বিতীয় ধাপে ৪৫ বছরের বেশি বয়সী যাদের বিভিন্ন ধরনের রোগের কারণে করোনার ঝুঁকি রয়েছে তাদের ভ্যাকসিন দেয়া হবে। ২৮ দিন পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী মোদি।

দেশজুড়ে গত ১৬ জানুয়ারি ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। এছাড়া চিকিৎসক এবং সম্মুখ সারির কর্মীদের গত ২ ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত ভারতে ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার ৬৯৩ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

টিটিএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।