সিরিয়ায় চার শতাধিক বেসামরিক নাগরিক নিহত


প্রকাশিত: ১১:৩৩ এএম, ২২ নভেম্বর ২০১৫

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে সিরিয়ায় গত ৩০ সেপ্টেম্বর থেকে হামলা শুরু করেছে রাশিয়া। লক্ষ্যবস্তু না হলেও এখন পর্যন্ত চার শতাধিক বেসামরিক নাগরিক এ হামলায় নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, ৩০ সেপ্টেম্বরে শুরু হওয়া রুশ বিমান হামলায় ২০ নভেম্বর পর্যন্ত চারশ ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে ৯৭ জন শিশুও রয়েছে। এদিকে আরেক মানবাধিকার সংস্থা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মস্কোর বিমান হামলায় একশ ৩৭ শিশুসহ পাঁচশ ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

গত বছরের অক্টোবর থেকে সিরিয়ার বিভিন্ন গ্রাম ও শহরে অন্তত ৪২ হাজার ২৩৪ বার বিমান হামলা চালানো হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে ২২ হাজার ৩৭০ টি ব্যারেল বোমা নিক্ষেপ করা হয়েছে। ফলে এক হাজার চারশ ৩৬ শিশুসহ কমপক্ষে ছয় হাজার ৮৮৯ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। এছাড়া হামলায় আরো ৩৫ হাজার বেসামরিক নাগরিক আহত হয়েছে।

সিরিয়ায় বিমান হামলার ব্যাপারে রাশিয়া বলছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুরোধেই আইএসের অবস্থানে হামলা চালাচ্ছে মস্কো। শুক্রবার কাসপিয়ান সাগর থেকে আইএসকে লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় গত সাড়ে চার বছরের গৃহযুদ্ধে এখন পর্যন্ত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নাগরিক গৃহহীন হয়ে পড়েছে।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।