দ. চীন সাগর নিয়ে আলোচনার আহ্বান


প্রকাশিত: ১০:৫৮ এএম, ২২ নভেম্বর ২০১৫

দক্ষিণ চীন সাগর নিয়ে সরাসরি আলোচনায় বসার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

লি কেকিয়াং বলেন, দক্ষিণ চীন সাগরের সমস্যা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরাসরি আলোচনা করা উচিত। এ সংকট দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতার জন্য সমস্যা হয়ে উঠেছে। স্বাধীনভাবে জাহাজ চলাচলের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করছে।

দক্ষিণ চীন সাগরের সংকটে এশিয়ার বাইরের দেশগুলোর নাক গলানোরও সমালোচনা করেন চীনা প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতে এ অঞ্চলের বাইরের কারো স্বার্থ নেই।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।