বেরোবির সাবেক উপাচার্যের বিরুদ্ধে শিগগিরই চার্জশিট


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২২ নভেম্বর ২০১৫

দুদকের রংপুরের উপ-পচিালক কামরুল আহসান বলেছেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়ার বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই মামলার চার্জশিট দাখিল করা হবে।

রোববার দুদকের ১০ম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে দুপুরে কমিশনের জেলা কার্যালয়ের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, চলতি বছর ১০৪টি অভিযোগের অনুসন্ধান করার পর ৩টি মামলা রুজু করা হয়েছে। ১৭৩টির অনুসন্ধান চলছে। কমিশনের অনুমোদনের পর ৫টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়াও চলতি বছর ৪টি মামলায় আদালত সাজা প্রদান করেছে এবং ৭টি মামলায় খালাস প্রদান করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর নগরীর স্টেশন রোডস্থ দুদক কার্যালয়ে সকালে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সদস্য বনমালী পালসহ অন্যান্যরা।

জিতু কবীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।