এমপিওভুক্তির আশ্বাসে শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে শিক্ষক-কর্মচারী ফেডারেশন। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশে উপস্থিত হয়ে তিনি এ আশ্বাস দেন। আন্দোলনরত শিক্ষকদের সমাবেশে প্রধানমন্ত্রীর এ আশ্বাস পৌঁছে দেন তিনি।
এর আগে সকাল ১০টা থেকে কয়েক হাজার শিক্ষক প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে সমাবেশে অংশ নেন।
এমপিওভুক্তির দাবিতে কয়েকদিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করে আসছিল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
এএস/জেডএইচ/এমএস