ফতুল্লায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ


প্রকাশিত: ০৭:০১ এএম, ২২ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবুল কাশেম (৪০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়ামের সামনের বালুর মাঠ থেকে আবুল কাশেমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত আবুল কাশেম ফতুল্লার উত্তর মাসদাইর গাবতলী এলাকার ফোরকানের বাড়ির ভাড়াটিয়া মফিজ বেপারীর ছেলে।

এলাকাবাসী জানায়, আবুল কাশেম মাসদাইর এলাকায় অবস্থিত জেলা পুলিশ লাইনের বিপরীতে জেলা পরিষদের জমিতে লিজ নিয়ে কয়েকটি দোকান ঘর নির্মাণ করে তা ভাড়া দিয়েছেন এবং নিজে একটি সেলুন দিয়ে কমর্চারী রেখে ব্যবসা করে আসছিলেন। আর একই জমিটি স্থানীয় একটি চক্র নিজেদের দখলে নেয়ার পায়তারা করে আসছিল। ধারণা করা হচ্ছে, জেলা পরিষদের লিজ নেয়া জমির বিরোধকে কেন্দ্র করে কাশেমকে হত্যা করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের পিএসআই আব্দুর রহমান জাগো নিউজকে জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা পিটিয়ে আবুল কাশেমকে হত্যার পর তার মরদেহ বালুর মাঠে ফেলে দিয়েছে। কাশেমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।