ক্যামেরুনে আত্মঘাতী হামলায় নিহত ৮


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২২ নভেম্বর ২০১৫

উত্তর ক্যামেরুনে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের আত্মঘাতী হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। এদের মধ্যে আত্মঘাতী তিন নারী ও এক পুরুষ নিজেকে উড়িয়ে দিয়েছেন। শনিবার নাইজেরিয়ার সীমান্তবর্তী ফটোকল নগরীর নিগুই গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর দ্য গার্ডিয়ান।

নাম প্রকাশ না করার শর্তে ক্যামেরুন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, লেমারি এলাকার প্রধানের বাড়িতে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় আত্মঘাতী হামলাকারীসহ পাঁচজন নিহত হয়েছে। লেমারি নিগুই গ্রামের একটি অংশ।

কর্মকর্তারা জানান, প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট পরেই ওই এলাকার পাশেই তিন নারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। দ্রুত বিস্ফোরণ ঘটানোয় এতে ওই তিন আত্মঘাতী নারী ছাড়া আর কেউ মারা যায়নি। তবে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

জঙ্গি গোষ্ঠী বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গত ছয় বছর ধরে লড়াই চালিয়ে আসছে। প্রতিবেশি ক্যামেরুন চলতি বছরে বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে যৌথ অভিযানে অংশ নেয়। নাইজেরিয়ায় চরমপন্থী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযানে ক্যামেরুনের আট হাজারেরও বেশি সেনা মোতায়েন আছে। চলতি বছরে এ অভিযান শেষ হওয়ার কথা রয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।