শরীয়তপুর সদর হাসপাতাল : অ্যাম্বুলেন্স সঙ্কটে রোগীদের দুর্ভোগ


প্রকাশিত: ০৩:২৭ এএম, ২২ নভেম্বর ২০১৫

শরীয়তপুর সদর হাসপাতালের নিজস্ব কোনো অ্যাম্বুলেন্স না থাকায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স না পেয়ে দুর্ভোগের শিকার হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ মার্চ শরীয়তপুর সদর হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। পথিমধ্যে নড়িয়া উপজেলার নশাসন মাঝির হাটের কাছে দুইজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই একজন মারা যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী উত্তেজিত হয়ে অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

সেই থেকে দীর্ঘ দেড় বছর যাবৎ সদর হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স নেই। তবে হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স বরাদ্দের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক এবং সিভিল সার্জন ডা. নিতীশ কান্তি দেবনাথ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বরাবরে চিঠি প্রেরণ করেন। কিন্তু দেড় বছর অতিবাহিত হলেও শরীয়তপুর সদর হাসপাতালের জন্য কোনো অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয়া হয়নি। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যেতে পারছে না।

Ambulance

হাসপাতালে ভর্তিকৃত চিকন্দী গ্রামের রোগী আব্দুস সোবাহানের ছেলে সুমন বলেন, আমার বাবা হার্টের রোগী। গতকাল এ হাসপাতালে ভর্তি করেছি। উন্নত চিকিৎসার জন্য ঢাকা হার্ট ফাউন্ডেশনে রেফার্ড করেছে। এখন আমার আব্বাকে ঢাকা নিয়ে যেতে চাচ্ছি কিন্তু কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না। এই হাসপাতালে নাকি কোনো অ্যাম্বুলেন্স নেই।

এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা (খোকন) এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ দিন যাবৎ এ হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই। সিভিল সার্জন স্যার জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স বরাদ্দ পাওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন। আশা করছি বরাদ্দ এলে আমরা অবশ্যই একটি অ্যাম্বুলেন্স পাবো।

ছগির হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।