তিন জঙ্গিকে ধরতে মালিতে অভিযান


প্রকাশিত: ০১:০৮ পিএম, ২১ নভেম্বর ২০১৫

মালির রাজধানী বামাকোতে পাঁচ তারকা হোটেলে হামলার সঙ্গে সন্দেহভাজন জড়িত তিন জঙ্গিকে ধরতে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। জঙ্গিদের খোঁজে শনিবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। খবর আলজাজিরার।

আল-কায়েদার অনুসারী জঙ্গি সংগঠন আল-মুরাবিতোয়ান শুক্রবারের ওই হামলার দায় স্বীকার করেছে। হোটেলটিতে মালি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা অভিযান চালিয়ে ওই হোটেল থেকে ১৭০ জন জিম্মিকে উদ্ধার করেন। পাঁচ তারকা হোটেলে জঙ্গিদের হামলায় অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে।

মালির নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, বামাকোর র্যাডিসন হোটেলে হামলার সঙ্গে সরাসরি জড়িত এমন তিন জঙ্গিকে ধরতে অভিযান শুরু হয়েছে। ওই হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বউবাকার কেইটা মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

এরপর দেশব্যাপী ১০ দিনের জরুরি অবস্থার ঘোষণা দেওয়া হয়। যা স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে। এ ছাড়াও ওই জঙ্গি হামলায় নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।