আফগানিস্তানে ১৪ বাসযাত্রী অপহৃত


প্রকাশিত: ১২:২১ পিএম, ২১ নভেম্বর ২০১৫

আফগানিস্তানের জাবুল প্রদেশে শনিবার ভোরের দিকে অজ্ঞাত বন্দুকধারীরা ১৪ বাসযাত্রীকে অপহরণ করেছে। অপহৃতরা হাজারা উপজাতির সংখ্যালঘু সম্প্রদায়ের বলে ধারণা করা হচ্ছে। জাবুল প্রদেশের পুলিশ প্রধান মিরওয়াইস নূরজাই এ তথ্য জানিয়েছেন। খবর আইবি টাইমস।

১০ দিন আগে একই এলাকায় ওই সম্প্রদায়ের সাত জনকে খুন করে দুর্বৃত্তরা। অপহৃতদের দ্রুত উদ্ধারের দাবিতে রাজধানী কাবুলে হাজারা সম্প্রদায় বিক্ষোভ করেছে।

মিরওয়াইস নূরজাই বলেন, কাবুল ও দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের মধ্যবর্তী প্রধান সড়কে অজ্ঞাত বন্দুকধারীরা তিনটি বাস থামিয়ে ১৪ জনকে অপহরণ করে নিয়ে গেছে। পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।