কিশোরগঞ্জে টিভি সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২১ নভেম্বর ২০১৫

কিশোরগঞ্জে শেষ হয়েছে টেলিভিশন সাংবাদিকদের তিন দিনের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে।

রোববার বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউজে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক একেএম শামীম চৌধুরী।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ`র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান ও ডেপুটি কমান্ডার অ্যাড. বাছির উদ্দিন ফারুকি। এ সময় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, উপ-পরিচালক মঞ্জুরুল আলম, সহকারী পরিচালক মো. মাসুদ মনোয়ার ভূইয়া প্রমুখ।

পরে কর্মশালায় অংশ নেয়া ২২ জন টিভি সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর এ কর্মশালা শুরু হয়।

নূর মোহাম্মদ/এআরএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।