প্রকাশ হলো অনিমা রায়ের প্রাণের মাঝে আয়
এ প্রজন্মের জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়। বাজারে এসেছে তার নতুন একক অডিও অ্যালবাম ‘প্রাণের মাঝে আয়’। এটি বাজারে এসেছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যানারে। এটি হবে রবি ঠাকুরের গান নিয়ে শিল্পীর ৬ষ্ঠ একক।
শনিবার সন্ধ্যায় স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় অ্যালবামটির আনুষ্ঠানিক প্রকাশনা উৎসব। মোড়ক উন্মোচনের পাশাপাশি অণিমা রায়ের একক সংগীতানুষ্ঠানও হওয়ার কথা রয়েছে।
শিল্পীকে শুভাশিষ জানাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী জনাব হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মীজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দিলীপ কুমার আগারওয়ালা, ব্যবস্থাপনা পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ড লি., বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।
নতুন অ্যালবাম প্রসঙ্গে শিল্পী অণিমা রায় বলেন, ‘আমার এর আগের অ্যালবামে রবীন্দ্রসংগীতের ক্ষেত্রে এক একটি থিম নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এবারের অ্যালবামটিতে রবীন্দ্রনাথের খুব প্রচলিত ও কম প্রচলিত- উভয় ধরনের গানগুলো করা হয়েছে। আশা করছি আমার শ্রোতাদের ভালো লাগবে।’
লেজার ভিশন থেকে প্রকাশিত নতুন অ্যালবামে গান রয়েছে ১২টি। উল্লেখযোগ্য শিরোনাম হলো- আমার প্রাণের মানুষ আছে, প্রাণ চায় চক্ষু না চায়, আমার প্রাণের মাঝে, যদি বারণ কর, আমি জেনে শুনে প্রভৃতি। গানগুলোর সংগীতায়োজন করেছেন কলকাতার প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়।
এলএ