দুদক কার্যালয়ের নাম শুনলে মানুষ ভয় পায়


প্রকাশিত: ১১:৩৬ এএম, ২১ নভেম্বর ২০১৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, দুদক কার্যালয়ের নাম শুনলে মানুষ ভীত হন, সেখানে শখ করে কেউ যান না। বিশেষ করে রাজনৈতিক নেতাদের জন্য এটি মহাসমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেখানে গণমাধ্যম কর্মীরা সব সময় ওঁৎ পেতে থাকেন। আর রাজনৈতিক নেতারা ব্যক্তিগত কাজে গেলেও পরদিন পত্রিকার শিরোনাম হন, অমুক নেতাকে দুদক তলব করেছে।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকায় ডায়াবেটিকস হাসপাতালের ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক কার্যালয় একটি স্পর্শকাতর বিষয় মন্তব্য করে তিনি বলেন, দেশকে ভালোবেসে দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও পৌরসভার মেয়র আবু তাহের প্রমুখ।

প্রসঙ্গত, প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে এ হাসপাতালে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

কাজল কায়েস/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।