মডার্নার কাছে আংশিক মালিকানা বিক্রি করল অ্যাস্ট্রাজেনেকা
অডিও শুনুন
ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা তাদের মালিকানার ৭.৭ শতাংশ মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি মডার্নার কাছে বিক্রি করেছে। এই মালিকানার আর্থিক পরিমাণ একশ কোটি ডলারের বেশি। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির ফলে মডার্নার শেয়ারের দাম বৃদ্ধির পরে এই পদক্ষেপ নিল অ্যাস্ট্রাজেনেকা। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভ্যাকসিন তৈরির কারণে দু’টি কোম্পানিই বর্তমানে আলোচনায় রয়েছে। তবে অ্যাস্ট্রাজেনেকা ঠিক কবে মডার্নার কাছে মালিকানার অংশ বিক্রি করেছে তা এখনো পরিষ্কার নয়।
এ বিষয়ে অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
করোনাভাইরাস ছাড়াও অন্যান্য রোগের চিকিৎসায় মডার্নার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে অ্যাস্ট্রাজেনেকা। করোনাভাইরাস মহামারি বৈশ্বিক পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে সীমিত হয়ে এলে অ্যাস্ট্রাজেনেকা করোনা ভ্যাকসিন বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারে।
যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের জন্য অনুমতি পেয়েছে মডার্না। গত সপ্তাহে কোম্পানিটি জানিয়েছে, চলতি বছর ১ হাজার ৮শ ৪০ কোটি ডলারের ভ্যাকসিন বিক্রির প্রত্যাশা করছে তারা।
এমকে/জেআইএম