উপসচিব পদে পদোন্নতি পাবেন স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা


প্রকাশিত: ১০:২৫ এএম, ২১ নভেম্বর ২০১৫

প্রশাসন ক্যাডারের উপসচিব পদে পদোন্নতি পাবেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা। এতদিন প্রশাসনিক ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব অর্থাৎ প্রশাসন ক্যাডারে পদোন্নতি দেয়ার বিধান ছিল না। তবে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপসচিব পদে ভবিষ্যতে পদোন্নতির জন্য স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের নামের তালিকা সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জাগো নিউজকে জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কথা উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদফতরে চিঠি পাঠিয়ে আগ্রহী বিসিএস ক্যাডারের নামের তালিকা সংগ্রহ করে অধিদফতরের পরিচালকের (প্রশাসন) কাছে পাঠাতে নিদের্শনা দেয়া হয়েছে বলে জানান। আপাতত ১০জন কর্মকর্তাকে প্রশাসন ক্যাডারের উপসচিব পদে নিয়োগ দেয়ার ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় চিন্তাভাবনা করছে বলে তিনি মন্তব্য করেন।

জানা গেছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিসিএস ২১তম ব্যাচ পর্যন্ত যে সকল কর্মকর্তা ও সিনিয়র স্কেল পদে ন্যুনতম পাঁচ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১০ বছর চাকরি করেছেন তারাই উপসচিব পদে ভবিষ্যতে পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে যে সকল কর্মকর্তা অনগ্রাহী, জেষ্ঠ্যতা সম্পর্কে কোনো আদালতে কোনো মামলা বিচারাধীন, ২১তম ব্যাচের কর্মকর্তাদের যোগদানের জন্য নির্ধারিত তারিখের পরে  যারা ক্যাডার সার্ভিসে যোগদান করেছেন ও সিনিয়র স্কেলে যাদের চাকরি পাঁচ বছর পূর্ণ হয়নি এমন কর্মকর্তাদের আবেদন করার প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয়।

এছাড়া, উপসচিব পদে আবেদনকারী কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হলে তাকে আবশ্যিকভাবে কর্মস্থলে যোগদান করতে হবে।  

এমইউ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।