নেপাল-ভারত সীমান্তে পণ্য পরিবহনে বাধা : বান কি মুনের উদ্বেগ


প্রকাশিত: ০৯:২৩ এএম, ২১ নভেম্বর ২০১৫

নেপাল ও ভারত সীমান্তে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে বাধা দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। একই সঙ্গে তিনি দেশ দুটির শীর্ষ কর্মকর্তাদের সংলাপে বসার আহ্বান জানান।

জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল নেপাল। কিন্তু গত সেপ্টেম্বর মাসে নেপালের সংবিধান সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে বিক্ষোভকারীরা সীমান্ত দিয়ে পণ্য পরিবহনে বাধা দিচ্ছে।

বান কি মুনের মুখপাত্র স্টিফান দুজারিক বলেন, নেপাল ও ভারত সীমান্তে প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ বন্ধ করে দেয়ায় বান কি মুন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সমস্যা সমাধানে দেশ দুটির নেতাদের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।