নিউজিল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৭


প্রকাশিত: ০৫:২৪ এএম, ২১ নভেম্বর ২০১৫

নিউজিল্যান্ডের ফক্স হিমবাহে সাতজন আরোহীসহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আরোহীদের সবাই মারা গেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। শনিবার কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানান, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে ওই হেলিকপ্টারটির কোনো আরোহী বেঁচে নেই বলে উদ্ধারকারী দলের এক সদস্য জানিয়েছেন। পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় ওই স্থানটিতে শনিবার অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।

উদ্ধার সমন্বয় কেন্দ্রের মুখপাত্র ভিন্স চলেওয়া বলেন, ফক্স হিমবাহে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন আরোহী ছিলেন। ওই এলাকায় চারটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ছয়জন বিদেশি পর্যটক ছিলেন। তবে পর্যটকদের সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি।

এর আগে ২০১০ সালে ফক্স হিমবাহের উদ্দেশে উড্ডয়নের সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহী মারা যান।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।